OrdinaryITPostAd

পুরুষ কাকে বলে? পুরুষ কত প্রকার ও কি কি?

 



যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয়, তাকে পুরুষ বলে। যেমন– আমি যাই, তুমি যাও, সে যায় ইত্যাদি। এই তিনটি বাক্য ভিন্ন ভিন্ন ধরনের এবং এদের কর্তাও ভিন্ন ভিন্ন ধরনের। এই ভিন্ন ভিন্ন ধরনের কর্তাই হলাে পুরুষ।

পুরুষ এর প্রকারভেদ
পুরুষ তিন প্রকার। যথাঃ–
ক) উত্তম পুরুষ
খ) মধ্যম পুরুষ ও
গ ) নাম পুরুষ।
ক. উত্তম পুরুষ : বাক্যে বক্তা যখন নিজের সম্পর্কে কোনাে কিছু বলে, তখন তাকে উত্তম পুরুষ বলে। যেমন– আমি স্কুলে যাই। এখানে ‘আমি’ উত্তম পুরুষ।
খ. মধ্যম পুরুষ : বাক্যে যাকে সম্বােধন করে কোনাে কিছু বলা হয়, তাকে ‘মধ্যম পুরুষ’ বলে। যেমন– তােমার নাম কী? এখানে ‘তােমার’ শব্দটি মধ্যম পুরষ।
গ. নাম পুরুষ : ‘আমি’ ও ‘তুমি’ বাচক শব্দ ছাড়া সকল বিশেষ্য ও সর্বনাম পদকেই ‘নাম পুরুষ’ বলে। যেমন– সে স্কুল যায়। এখানে ‘সে’ শব্দটি নাম পুরুষ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১